সাইফুল ইসলাম সাইফী…বনরক্ষায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) বিশেষ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের খুরশিদা বেগম। গত বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে ফাওয়ের সদর দপ্তরে তাঁর হাতে পুরস্কার তুলে দেন সংস্থার সহকারী মহাপরিচালক (বন) অ্যাদোয়ার্দো রোজাস-ব্রায়ালেস। টেকনাফের বন্য প্রাণীর অভয়ারণ্যের বন ও জীববৈচিত্র্য রক্ষায় বেআইনিভাবে কাঠ কাটা ও চোরাশিকার বন্ধের লক্ষ্যে বন বিভাগের প্রহরীদের পাশাপাশি তিনি তাঁর গ্রামের নারীদের নিয়ে পাহারাদার দল গঠন করেছেন। ব্যতিক্রমী প্রচেষ্টার জন্য তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, প্রয়াত পরিবেশবাদী নোবেল বিজয়ী ওয়াংগারি মাথাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমবারের মতো এ বছর ‘ওয়াংগারি মাথাই পুরস্কার’ দেওয়া হয়। বনরক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথম ওয়াংগারি মাথাই পুরস্কার পেয়েছেন নেপালের কাজী নারায়ণ শ্রেষ্ঠ। বিচারকদের রায়ে বনরক্ষায় বিশেষ পুরস্কার (অনারেবল মেনশন প্রাইজ) পেয়েছেন বাংলাদেশের খুরশিদা বেগম।
খুরশিদা তোমাকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে সশ্রদ্ধা সালাম শুভেচ্ছা জানাই । তোমার আগামী জীবনে আর বড় ধরনের পুরস্কার বয়ে আনুক এই কামনায় রইলাম ।
Wellcome korsida..tumar jonno only teknaf noi poro bangali aj gorbito..