“প্রেস বিজ্ঞপ্তি”
আসন্ন লং মার্চ উপলক্ষ্যে পৌর ইসলামী আন্দোলন ০২ নং ওয়ার্ড শাখার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার পৌর শাখার ০২নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে গত ২৫/০৪/২০১৩খ্রী বাদে এশা মু. রাজা মিয়ার সভাপতিত্বে ও মু. জহিরুল ইসলামের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে লং মার্চের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মায়ানমারের মুসলিমদের নির্যাতন ও গণ হত্যা বন্ধের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই ঘোষিত মায়ানমার অভিমুখে আগামী ৯, ১০ ও ১১ মে তারিখের ঐতিহাসিক লং মার্চ সফল করার লক্ষ্যে ০২নং ওয়ার্ড শাখা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর সভাপতি এ. আর. এম ফরিদুল আলম বলেন ঈমানী দায়িত্ব হিসেবে পীর সাহেব চরমোনাই লং মার্চের ঘোষণা দেন। এই লং মার্চ কোন রাজনৈতিক কর্মসূচী নয়, তাই প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব হিসেবে দল মত নির্বিশেষে আসন্ন লং মার্চে অংশগ্রহণ করা উচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের জহিরুল ইসলাম, তাছলিম উদ্দীন, আবুল হাসেম, মোহাম্মদ, ছিদ্দীক, কলিমুল্লাহ, বেলাল, খোকা মিয়া, ফারুক, শরিফ কোঃ, শাহাজান, আবু ছৈয়দ, জামাল, শাহ আলম সহ প্রমুখ নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি মোনাজাতে সাভারের দূর্ঘটনায় নিহতদের জন্য মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের ইতি টানেন।
বার্তা প্রেরক
মুহাম্মদ জহিরুল ইসলাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ
কক্সবাজার পৌর শাখা