রমজান উদ্দিন পটল,টেকনাফ মিয়নমারের আরাকান রাজ্যে সম্প্রদায়িক সহিংসতার পর সীমান্ত এলাকায় স্বস্তি ফিরে আসালেও সে দেশে মুসলিম নির্যাতন নিপীড়ন ও ধরপাকর অব্যাহত রয়েছে। আরাকান রাজ্যে মুসলিমদেও উপর দমন নীপিড়ন চলছে বলে সীমান্তের বিভিন্ন সুত্রে জানাগেছে। পুলিশ ও সীমান্ত রক্ষী নাসাকা পবিত্র রমজান মাসে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়ে তারাবীর নামাজ পড়তে বাধা দেয়। এছাড়া বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ মুসলিম যুবকদের গনহারে আটক অব্যাহত রাখে। ভিন দেশের এই অযুহাতে টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটাতে অপতৎরতা অব্যাহত রেখেছে দেশী-বিদেশী চক্র। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বাণিজ্য চাঙ্গা করে তুলতে এ অপতৎরতা। সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি কোষ্টর্গাডের অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসন বিভিন্ন সময় সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকালে বিপুল রোহিঙ্গা লোকজনকে স্বদেশে ফেরত পাঠায়। দেশী বিদেশী সংস্থা আবারো দেশে রোহিঙ্গা ঢালও ভাবে অনুপ্রবেশ ঘটাতে ষড়যন্ত্রে মেঠে উঠলে প্রশাসন তা নচ্যাৎ করে দেয়। বিভিন্ন সংস্থার জোরালো দাবী সত্তেও দেশের স্বার্থে সরকার তা না করে দেয়। কিন্তুু এর পরও বিভিন্ন মহলের গোপন তৎপরতা অব্যাহত রয়েছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ছবি ও ভিডিও চিত্র ধারণ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচারকরে উগ্রপন্থী সংগঠনের লোকজন অর্থ আয়ে নেমেছে। প্রশাননের চোখ ফাকি দিয়ে সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে এসব বিভিন্ন মহল।
গত ২৬ জুলাই টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে পাচারকালে ২ দালালসহ ৮ জনকে আটক করেছে কোষ্টগার্ড। জানাযায়- বৃহস্পতিবার সকাল ৯টায় মংডু কদুরছরা ও নাইক্ষংদিয়া এলাকার ৬ রোহিঙ্গা নাগরিককে অনুপ্রবেশ ঘটিয়ে কক্সবাজারে নিয়ে যাওয়ার খবর পেয়ে কোষ্টগার্ড সদস্যরা মহিলা দালাল সদস্য ইলিয়াছ খাতুন (৫৫) ও মিসেস সাজু আক্তার (১৮)সহ আপর ৬ রোহিঙ্গা কে আটক করেন। আটককৃত ২ দালালসহ ৮জনকে থানায় সোপর্দ করা হয়েছে। টেকনাফস্থ কোষ্টগার্ড কর্মকর্র্তা বদরোদ্দোজা এর সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে নীলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে বিজিবি ১১জন রোহিঙ্গা নর-নারীকে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে। বিজিবি সূত্র জানায়, ২৬জুলাই বিকাল ২টার দিকে হ্নীলা বিওপি’র হাবিলদার সুভাষ চন্দ্র দাশ গুপ্তের নেতৃত্বে বিজিবি জওয়ানরা নাফ নদীর জালিয়া পাড়াস্থ কেওড়া বাগান সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে মিয়ানমারের ১১ রোহিঙ্গা নাগরিক মোঃ সোহেল (১৯), মোঃ জাহিদ (১৮), হামিদ হোছন (৩৮), বশির আহমদ (২০), হারুন-অর-রশিদ (২৩), মোঃ আবদুল্লাহ (২৫), মোঃ কায়সার (৮), রোকেয়া বেগম (৩০), ফাতেমা বেগম (২০), ফরমিনা বেগম (২১) ও আলকাহিমাকে (২২) আটক করে। পরে খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে সাড়ে ৩টার দিকে তাদের স্বদেশে পুশব্যাক করা হয়। টেকনাফ ৪২ ব্যাটায়িলান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা স্বীকার করেন। ######################
Leave a Reply