গুম হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন, দেশ নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। উচিত কথা বলার ভয় দূর করতে হবে। আমি এখন মরলেও ক্ষতি নাই। কিন্ত লিমন বা অনান্য সাধারণ মানুষের ওপর কি হচ্ছে? সত্য কথা বলার জন্য কতোজনকে গুম করবে? আসলে পচন শুরু হয় মাথা থেকে। এসব কথা বলে আমি হয়তো এখান থেকে গিয়ে গুম হবো। আমি গুম হবার ঝুঁকির মধ্যে আছি। আজ শনিবার রাজধানীর ধানমণ্ডির বিলিয়া অডিটোরিয়ামে সাপ্তাহিক পত্রিকা আয়োজিত ‘অর্থনৈতিক পরিস্থিতি ও জনস্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে ড. কামাল বলেন, তিন মিনিটে যখন ঢাকা ভাগ করার আইন পাস করা যায়, সংবিধানের সংশোধনী করতে যখন কয়েক মিনিট লাগে, তখন অপরাধীর বিচার করতে এতো বিলম্ব কেন? আলোচনায় অংশ নিয়ে প্রবীণ সাংবাদিক এবিএম মূস বলেন, সরকারের চোরদের চুরি করার দক্ষতা আছে। চুরি বিদ্যা বড় বিদ্যা তবে লুকানোর দক্ষতা নেই, তাই ধরা পড়ে গেছে। চুরি যেই করুন দায়িত্ব সরকারের। কারণ, জনগনের সম্পদ রক্ষা করার দায়িত্ব সরকারের।
Leave a Reply