সোহরাব হোসেন চৌধুরী, কক্সবাজার …আমরা যেমন আল্লাহর তৈরি করা মানুষ হিজড়ারাও আল্লাহর তৈরি করা মানুষ ,তাদের কে নির্যাতন করে মানবাধিকার লঙ্গন করা ঠিক হবে না, তাদেরকে যদি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মের ব্যবস্থা করা হয় তা হলে তারা অন্যদের মত সুন্দর ভাবে চলতে পারবে, এনজিও সংস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) সাংবাদিক ফোরামের এক জরুরী সভায় ১০ সেপ্টেম্বর বিকেলে তিনি প্রধান অতিথির বক্তব্যকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খন্দকার জহিরুল ইসলাম উপরোক্ত কথা গুলো বলেন।
বন্ধুর কার্যালয়ে কক্সবাজার জেলা ম্যানেজার জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে গুরুত্বপুর্ণ আলোচনায় অংশ নেন-সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী (দৈনিক বাংলাবাজার), ইকরাম চৌধুরী টিপু (এনটিভি)। উপস্থিত ছিলেন- গোলাম আজম দিগন্ত টিভি) আনোয়ার হাসান চৌধুরী (দৈনিক আমাদের কক্সবাজার), এম. বেদারুল আলম (দৈনিক আজকের দেশবিদেশ), শংকর বড়–য়া রুমি (দৈনিক রুপসীগ্রাম), মোস্তফা সরওয়ার (দৈনিক বাঁকখালী), আজিজ রাসেল (দৈনিক ইনানী), সোহরাব হোসেন চৌধুরী (দৈনিক দৈন্দদিন /সাপ্তাহিক দেশসময়), আমিনুল হক আমিন (দৈনিক দৈনন্দিন), মনতোষ বেদাজ্ঞ (দৈনিক রুপসীগ্রাম), এরফানুল হক আফনান (দৈনিক দেশজনতা) । উক্ত জরুরী সভায় কোরআন তেলোয়াত করেন, শহিদুল আবছার
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বন্ধুর কাউন্সিলর মোহাম্মদ রফিকুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন শাহীন আলম।
উলেখ্য যে, ‘বন্ধুর’ কার্যক্রমে প্রধান অতিথিসহ অন্যান্যরা সন্তুষ্ঠ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা দেয়ার অংগিকার ব্যক্ত করেন।
Leave a Reply