এটি এন ফায়সাল , টেকনাফ / বিভিন্ন সীমান্ত হয়ে আসা রোহিঙ্গা লোকজন এবার মালয়েশিয়া গমনের জন্য গতি পথ পরিবর্তন করে কক্সবাজার হয়ে যাওয়ার অপচেষ্টা চালাচেছ। এ রকম ৫ রোহিঙ্গাকে আটক করেছে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি বিজিবির মাধ্যমে স্বদেশে ফেরত পাঠিয়েছে।
সুত্রে জানাযায়- ১০ নভেম্বর হ্নীলা-হোয়াইক্যংয়ের জাদিমোরা,হোয়াব্রাং,মৌলভীবাজার, খারাংখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে গাড়ি নিয়ে শহরের দিকে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে যানবাহনে এ এস আই মাহফুজ অভিযান চালিয়ে আব্দুল শুক্কুরের পুত্র ইউনুছ , মোঃ কাশেমের পুত্র মোহাম্মদ উল্লাহ, তাজর মুল্লুকের পুত্র আব্দুল আমিন, মোহাম্মদ হাশিমের পুত্র মোঃ ইয়াকুব ও আলী হোসেনের পুত্র বশির আহমদকে আটক করে। ১১নভেম্বর বিকাল সাড়ে ৪টারদিকে হ্নীলা বিওপির মাধ্যমে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়। উক্ত সীমান্ত সমুহে আদম পাচারকারী দালালেরা ধরা-ছোয়ারক্ষাইরে থাকায় রোহিঙ্গারা সহজে অনুপ্রবেশ করছে। অবিলম্বে চিহ্নিত দালালদের দমনের পদক্ষেপ নিতে হবে।
Leave a Reply