হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ… নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেন- ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণ কাজে দায়িত্ব পালনে অবহেলা, ভূল তথ্য প্রদান ও অসদুপায় অবলম্বন করলে শাস্তি পেতে হবে। রোহিঙ্গারা যাতে কোন অবস্থাতেই ভোটার হতে না পারে সে ব্যাপারে পূর্ণ সতর্কতাসহ যথাযথভাবে দায়িত্ব পালন করতে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নির্বাচনী কাজে সংশ্লিষ্টদের তাকিদ দেন। ৬ অক্টোবর টেকনাফ এজাহার গার্লস হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। এতে প্রশিক্ষক ছিলেন- কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোঃ নুরুল হাসান ভুইয়া, বান্দরবান জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ, টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ। পৃথক ৩টি ব্যাচ করে এদের প্রশিক্ষণ দেওয়া হয়। ৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহকারীগণ প্রত্যেক বাড়ী বাড়ী যাবেন। এরপর শুরু হবে যাচাই বাছাইয়ের কাজ। টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ জানান- টেকনাফ উপজেলার একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়ন এক যোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ৬ অক্টোবর থেকে শুরু হবে। এ জন্য ২৪ জন সুপারভাইজার ও ১০৭ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তম্মধ্যে হোয়াইক্যং ইউনিয়নে ৪জন সুপারভাইজার ২০ জন তথ্য সংগ্রহকারী, হ্নীলা ইউনিয়নে ৫ জন সুপারভাইজার ২১জন তথ্য সংগ্রহকারী,টেকনাফ সদর ইউনিয়নে৪ জন সুপারভাইজার ১৯ জন তথ্য সংগ্রহকারী ,বাহারছড়া ইউনিয়নে ৩ জন সুপারভাইজার ১২ জন তথ্য সংগ্রহকারী, টেকনাফ পৌরসভায় ২ জন সুপারভাইজার ১০ জন তথ্য সংগ্রহকারী , সাবরাং ইউনিয়নে ৫ জন সুপারভাইজার ২২ জন তথ্য সংগ্রহকারী, সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নে ১ জন সুপারভাইজার ৩ জন তথ্য সংগ্রহকারী। উল্লেখ্য, বর্তমানে টেকনাফ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ১৬ হাজার ১১৭জন। তম্মধ্যে পুরুষ ৫৬ হাজার ৬১৩ এবং মহিলা ৬০ হাজার ১০৮। পুরুষের চেয়ে ৩ হাজার ৪৯৫জন বেশী। ইউনিয়নওয়ারী বর্তমানে ভোটার সংখ্যা হচ্ছে- হোয়াইক্যং ২২ হাজার ৯৪৮, হ্নীলা ২০ হাজার ৫৪, টেকনাফ সদর ২০ হাজার ৭৩৮, বাহারছড়া ১৪ হাজার ৭০২, সাবরাং ২৪ হাজার ২০৮, সেন্টমার্টিনদ্বীপ ২ হাজার ৪১৫, টেকনাফ পৌরসভা ১১হাজার ১১২। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়-নতুন ভোটার তালিকাভূক্ত হতে নিম্নোক্ত রেকর্ডপত্রাদি সংযুক্ত করতে হবেঃ ৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহকারীগণ আপনার বাড়ী-বাড়ী যাবেন। মা ও বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আপন ভাই-বোন ও চাচা-ফুফুর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। জমি মালিকানার দলিল বা খতিয়ানের ফটোকপি। শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি। প্রবাসে থাকার কারণে বাদ পড়ে থাকলে পাসপোর্টের ফটোকপি। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র।
teknaf powrosobar 5 no ward kub ruhinga juki porno elaka.
barmaya elias er barite rohingader agomon goteche beskicho.
mota onker takar binimoy votar korar ashas deae burmateke lok onuprobes gotache.
so, emon aro ache oliabade.
tader sonakto kore bebostha newa dorkar.