টেকনাফ নিউজ ডেস্ক : কথা ছিল, প্রয়াত হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা চ্যানেল নাইনে প্রচারিত হবে ঈদের দিন রাতে। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের আপত্তির কারণে ছবিটির প্রচারের সময় চ্যানেল নাইন কর্তৃপক্ষকে পরিবর্তন করতে হয়।
চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান জানান, তথ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঈদের আগের দিন চলচ্চিত্রটির প্রচার পেছানোর জন্য তাঁকে অনুরোধ করেন। তাই পূর্বঘোষণা অনুযায়ী ঈদের দিন রাতে ছবিটি প্রচার করা সম্ভব হয়নি।
তথ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঘেটুপুত্র কমলা দেখার জন্য শিশুদের প্রেক্ষাগৃহে না আনার জন্য বলা হয়েছে। আর তা বিবেচনা করেই চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দেয়। কিন্তু এখন টিভিতে তা দেখার ব্যাপারে শিশুদের নিষেধ করা যাবে না। তাই টিভিতে প্রচারের উপযোগী করার জন্য মূল ছবি থেকে কিছু অংশ বাদ দিতে হবে। এরপর ছবিটি দেখে তা টিভিতে প্রচারের জন্য অনুমতি দেওয়া যেতে পারে।’
এনায়েতুর রহমান বলেন, ‘আমরা এরই মধ্যে ছবি থেকে কিছু অংশ বাদ দিয়েছি। এরপর আর কোনো আপত্তি থাকার কথা নয়। আশা করছি, আজ মঙ্গলবার রাত আটটায় ছবিটি দর্শকদের দেখাতে পারব।’
Leave a Reply