সংবাদ বিজ্ঞপ্তি…পর্যটন রাজধানী কক্সবাজারের প্রজন্মের সাংবাদিক লেখক সাহিত্যিক কক্সবাজার থেকে বহুল প্রচারিত দৈনিক আপনকন্ঠ পত্রিকার মফস্বল সম্পাদক আজাদ মনসুর ‘এশিয়া মহাদেশ ভিত্তিক’ এশিয়ান জার্নালিষ্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন’র প্রচার সম্পাদক মনোনিত হয়েছেন। সাম্প্রতিক এশিয়ান মহাদেশ ভিত্তিক ৮টি দেশ যথাক্রমে ভারত, ভুটান, আফগানিস্থান, মালদ্বিপ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপালের সাংবাদিক, কবি, লেখক, সাহিত্যক ও সাংস্কৃতিককর্মীরা কক্সবাজারের বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের কর্মকর্তা হিসেবে আজাদ মনসুরকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেন। তিনি কক্সবাজার সাহিত্য একাডেমীর অফিস সম্পাদক, কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি, কক্সবাজার পর্যটন উন্নয়ন সাংবাদিক পরিষদের প্রচার সম্পাদক ও কক্সবাজার থিয়েটারের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় বিনোদন পত্রিকা আজকের বিনোদন ও নিউজ এজেন্সি টোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি হিসেবে নিয়োজিত রয়েছেন। গত ৩১ আগষ্ট শুক্রবার রাতে কলকাতা কেন্দ্রীয় কার্যালয় থেকে এশিয়া মহাদেশের এই কেন্দ্রীয় কমিটির তালিকাটি ঢাকা অফিসে প্রেরণ করে। আজাদ মনসুর সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকার শামসুল ইসলাম সওদাগরের কনিষ্ট পুত্র। তিনি সকলের দোয়া প্রার্থী।
কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে কবি হরেন্দ্রনাথ চক্রবর্তী সভাপতি (কলকাতা-ভারত), এটিএম মমতাজুল করিম কার্যনির্বাহী সভাপতি (ঢাকা বাংলাদেশ), কবি সরোজ কুমার চৌধুরী সহ-সভাপতি (জলপাইগুড়ি ভারত), মোহন তুফান সহ-সভাপতি (ভুটান), মনিরুল ইসলাম মনি সহ-সভাপতি (আমেরিকা প্রবাসী), নর বাহাদুর লামা সহ সভাপতি (নেপাল) লায়ন সালাম মাহমুদ সাধারণ সম্পাদক (ঢাকা বাংলাদেশ), পুলক বসু সহ-সাধারণ সম্পাদক (নদীয়া ভারত), একে আজাদ খান যুগ্ন সাধারণ সম্পাদক (ঢাকা বাংলাদেশ), বিশ্বজিত নন্দি যুগ্ন সাধারণ সম্পাদক (মেঘালয় ভারত), সুরাইয়া রহমান মনি অর্থ সম্পাদক (ঢাকা বাংলাদেশ), ইমদাদুল হক রানা সাংগঠনিক সম্পাদক (ঢাকা বাংলাদেশ), এমএম মিজানুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক (ঢাকা বাংলাদেশ), এস.এম. রাজু আহমেদ সাংস্কতিক সম্পাদক (নাটোর বাংলাদেশ), নুহুরুল হক রুবেল ক্রীড়া সম্পাদক (শিবগঞ্জ বগুড়া বাংলাদেশ), এইচ.এম. আল আমিন আন্তর্জাতিক সম্পাদক (সরূপকাঠী পিরোজপুর বাংলাদেশ) ও এস.এম. ইকরাম উদ্দিন সিহাব (নোয়াখালী বাংলাদেশ) প্রমূখ।
এশিয়া ভিত্তিক এশিয়ান জার্নালিষ্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মনোনীত হওয়ায় আজাদ মনসুরকে অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি
আজাদ মনসুর এশিয়া মহাদেশ ভিত্তিক এশিয়ান জার্নালিষ্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন’র প্রচার সম্পাদক মনোনিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন দৈনিক আপনকন্ঠের সম্পাদক মোহাম্মদ হোছাইন, ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন সিকদার, সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী, উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুচ্ছফা, নির্বাহী সম্পাদক গোলাম আরিফ লিটন, ব্যবস্থাপনা সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, আদালত প্রতিবেদক হাফেজ আহমদ জিসান, স্টাফ রিপোর্টার মোহাম্মদ অলি উল্লাহ অলি ও চীফ কম্পিউটার অপারেটর মোহাম্মদ লোকমানসহ কর্মরত সাংবাদিক বৃন্দ।
বার্তা প্রেরক
আলহাজ্ব রুহুল আমিন সিকদার
সম্পাদক (ভারপ্রাপ্ত)।
Leave a Reply