আর একবার সুযোগ দিন, দেশের চেহারা পাল্টে দেবে’ বিরোধী দলীয় নেত্রীর দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ১০ ট্রাক অস্ত্র, একুশে আগস্ট গ্রেনেড হামলা, শাহ এএসমএম কিবরিয়া হত্যা ও আহসানউল্লাহ মাস্টার এমপি হত্যা, দুর্নীতি, লুটপাটসহ ক্ষমতায় থাকতে যেসব অপকর্ম আপনি করেছেন, জনগণ আগে তার বিচার করবে। আজ বৃহস্পতিবার দুপুরে গণভবনে সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতিবিনিয়ম সভার শুরুতেই তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের মতো আগামী দশম জাতীয় নির্বাচনেও ভোটের মাধ্যমে জনগণ বিচার করবে। খালেদা জিয়া ক্ষমতায় আসলে বাংলাদেশ আবারো সন্ত্রাস ও জঙ্গিবাদী দেশে পরিণত হবে। দেশের সার্বিক উন্ননের ধারা পিছনের দিকে চলে যাবে। মুক্তিযুদ্ধের চেতনার উল্টো দিকে চলবে দেশ, রাজাকারদের গাড়িতে উঠবে পতাকা।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আতঙ্ক, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম হবে। কারণ দুর্নীতিকে নীতি হিসাবে দেখাই বিরোধী দলীয় নেত্রীর চরিত্র।
Leave a Reply