আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও চট্টগ্রামের আনোয়ারা থেকে নির্বাচিত এমপি আক্তারুজ্জামান চৌধুরী বাবু আর নেই (ইন্না লিল্লাহি…রাজেউন)। রোববার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন ৭১ বছর বয়সী মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান বাবু।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন প্রায় এক মাস ধরে। চট্টগ্রাম থেকে চার বার এমপি নির্বাচিত আক্তারুজ্জামান বাবু পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন চট্টগ্রামের একজন নেতৃস্থানীয় শিল্পউদ্যোক্তা। আরামিট গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি।
তার ব্যক্তিগত সহকারি বোরহানউদ্দিন মুরাদ জানান, আক্তারুজ্জামান চৌধুরী বাবু স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। পরিবারের সদস্যদের প্রায় সবাই এখন সিঙ্গাপুরে। তারাই ঠিক করবেন, কবে কীভাবে মরদেহ দেশে আনা হবে। এই প্রবীণ নেতার মৃত্যুর খবর পৌঁছালে সকালে চট্টগ্রামে নেমে আসে শোকের ছায়া। ১৯৭৭ সাল থেকেই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। নেতাকর্মীদের অনেকেই বলেছেন, রাজনীতিতে আক্তারুজ্জামান বাবু ছিলেন তাদের অভিভাবকের মতো।
Leave a Reply