এ এইচ সেলিম উল্লাহ, কক্সবাজার …
জেলা প্রশাসক মো: রুহুল আমিন বলেছেন, অসহায় মানুষদের জন্য সেবা নিশ্চিত করলেই দেশ ও জাতি সমৃদ্ধ হবে। গতকাল ২ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সমাজসেবা দিবস -২০১৩ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়কে প্রর্দক্ষিণ করে। র্যালী শেষে সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক প্রিতম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও সংস্থার প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের এসপি ( ডিএসবি ) তালিবুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা আহাসানুল হক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দি, সিভিল সোসাইটির চেয়ারম্যান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য আবু মোর্শেদ চৌধুরী খোকা , বায়তুশ শরফ কমপ্লেক্স এর যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, এক্সপাউরুল এর প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার কে.পল ও জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক নুরুল আমিন সিদ্দিক প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন, এসএআরপিভি এর প্রকল্প কর্মকর্তা আবিদুর রহমান। উক্ত আলোচনা সভায় সদর উপজেলা সমাজসেবা অফিসার কৌশিক খান, রামু উপজেলা সমাজসেবা অফিসার বোরহান উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের ৫ শতাধিক সমাজকর্মী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।