সাবরাং ওলামা ঐক্য পরিষদের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হোসাইন ও সেক্রেটারী হাফেজ মাওঃ মোহাম্মদ তৈয়ব সাঈদ কে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। তাঁদের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি।
শুভেচ্ছাসহ ঃ
মাওঃ রাহমত উল্লাহ
সদস্য, ওলামা ঐক্য পরিষদ ও পরিচালক
মাদ্রাসা রশিদিয়া ফয়জুল ওলুম কোরাবুইজ্যা পাড়া,
সাবরাং, টেকনাফ।