গিয়াস উদ্দিন…“সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ”-এ প্রবাদ বাক্য সত্যে পরিণত হয়েছে। অন্যের অসৎ প্ররোচনায় পড়ে অবৈধ সংযোগ দিতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে, সদরের ঈদগাঁও’র দরগাহ পাড়া গ্রামে। ওই যুবকের নাম খোকন (২৬)। সে ওই গ্রাামের মোঃ ফকিরের পুত্র।গতকাল শুক্রবার তার নামাজের জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। জানা যায়, ১৯ সেপ্টেম্বর গভীর রাতে যুবক খোকন স্থানীয় হাকিম আলীর পুত্র মোস্তাকের কাছ হতে অর্থের বিনিময়ে তার দোকানে বিদ্যুতের অবৈধ সংযোগ স্থাপনের চেষ্টাকালে ১১ হাজার ভোল্টেজের তারের সাথে জড়িয়ে পড়লে গুরুতর আহত হয়। এ সময় তাকে দ্রুত চমেক হাসপাতাল এবং অবস্থার অবনতি ঘটলে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার জন্য এলাকাবাসী ওই গ্রামের হাকিম আলীর পুত্র মুদির দোকানদার মোস্তাককে দায়ী করছেন।
Leave a Reply