অবশেষে জয় পেল বাংলাদেশ। জিম্বাবুয়ের ১৫০ রানরে টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৩ রান। আর তুলে নেয় স্বস্তির ৬ উইকেটর জয়। আর এই জয়ে ত্রিদেশীয় টুনামেন্টে ফাইনালের আশা বাচিয়ে রাখলো বাংলাদেশ।হারারে স্পোর্টস কাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাজার অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৪৯ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৭ ওভার ৩ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
১৫০ রানের ল্য তাড়া করতে নেমে মোহাম্মদ আশরাফুলের ১৯, তামিম ইকবালের ১৩ ও আনামুল হকের ১১ রানের ইনিংসের পরও ৫২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে নাসির হোসেনের সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের (৩১) ৪৭ রানের জুটি বড় ধাক্কা সামলে খেলায় ফেরায় মুশফিকদের। পঞ্চম উইকেটে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সফরে বাংলাদেকে প্রথম জয় এনে দেন নাসির। ম্যাচ শেষে নাসির অপরাজিত থাকেন ৪১ রানে।
এর আগে ব্যাট করতে নেমে ২২ রানেই সিবান্দা(১২) বিদায় নেন। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ব্রেন্ডন টেইলারের (২৭) সঙ্গে মাসাকাদজার ৪৮ রানের জুটি ধাক্কা সামলে স্বাগতিকদের ভালো অবস্থানে নিয়ে আসে। নবম ওভারে বল করতে এসে ১৮ রান দিলেও টেলরকে সাজঘরে ফেরত পাঠান জিয়াউর রহমান। পরের ওভারে রানের খাতা খোলার আগেই ত্রেইগ আরভিনকে সাজ ঘরে পাঠান মাহমুদুল্লাহ। চতুর্থ উইকেটে স্টুয়ার্ট মাতসিকেনেরির (২৭) সঙ্গে ৫১ রানের জুটি গড়ে স্বাগতিকদের ভালো অবস্থানে নিয়ে যান মাসাকাদজা। দলীয় ১২৫ রানে মাতসিকেনেরি ও ৩ রান পরে মাসাকাদজার (৫৬) বিদায় নিলে খেলায় ফেরে মুশফিকরা।
Leave a Reply