কুষ্টিয়া: অপহৃত ঢাকা সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে কুষ্টিয়া থেকে।
শনিবার রাতে কুমারখালী উপজেলার আদাবাড়িয়া মাঠ থেকে হ্যান্ডকাফ পরিহিত ও গলায় ফাঁস লাগানো অবস্থায় রফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে গতরাত সাড়ে ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়। রফিকুল ইসলামকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে এবং তার গলায় মাফলার জড়ানো ছিলো।
নিহত রফিকুল ইসলামের শাশুড়ি লিপি খাতুন জানান, শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা থানার আনন্দনগর গ্রামে শ্বশুড়বাড়ি থেকে রফিকুল ইসলামকে ৮-১০ জন অস্ত্রধারী র্যা ব পরিচয় দিয়ে আটক করে।
রফিকুলের স্ত্রী দাবি করেছেন, রফিকুলের কাছে ১৮ লাখ টাকা ছিল। ঝিনাইদহে বাড়ি কেনার জন্য তিনি টাকা নিয়ে এসেছিলেন। নিহত রফিকুলের বাড়ি ঢাকার শনির আখড়ায় এবং তিনি ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।