মাদ্রিদ: বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে ৩-০ গোলে হারের ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামতে শনিবার অনুশীলন করতে দেখা গেল আর্জেন্টাইন তারকাকে।
সেমিফাইনাল থেকে বিদায়ে ম্যাচে ছিলেন না সার্জিও বুসকেটস। মেসির সঙ্গে ঘাম ঝরালেন তিনিও। রোববার বেটিসকে হারাতে পারলে চার ম্যাচ আগেই শিরোপা পুনরুদ্ধার করবে বার্সা। শনিবার অবশ্য রিয়াল মাদ্রিদকে হারতে হবে ভায়োদোলিদের কাছে।
ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়,‘গত কয়েকটি সেশনে লিও মেসি ও সার্জিও বুসকেটস ক্লাব অনুশীলনে ছিলেন না, এদিন স্বাভাবিক অনুশীলন করেছেন তারা।’
হাঁটুর ইনজুরিতে এখনও দলের বাইরেই থাকতে হচ্ছে ভিক্টর ভালদেসকে।