প্রেস বিজ্ঞপ্তি॥
কক্সবাজার অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করলো স্থানীয় পত্রিকা দৈনিক সাগর দেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ইভান প্লাজাস্থ অস্থায়ী কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কনপা-র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী এবং দৈনিক সাগর দেশের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ার। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সাগর দেশের নির্বাহী সম্পাদক ও কনপা-র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফী, কনপা-র সহ সাধারণ সম্পাদক এবং ঈদগাঁও নিউজ ডটকমের প্রকাশক ও চেয়ারম্যান মো. রেজাউল করিম, কনপা-র তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং উখিয়া নিউজের সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও রামু নিউজ ডটকমের প্রকাশন মো. মিজানুল হক, কক্সবাজার টাইমস সম্পাদক বিপ্লব কান্তি দে, কক্সবাজার মিরর সম্পাদক ইসতিয়াক ্আহমদ জয়, কক্সবাজার প্রতিদিন সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাকিল, কক্সবাজার টুডে নিউজ সম্পাদক ঈসমাইল সাজ্জাদ, মূহুর্ত ২৪ ডটকম এর বার্তা সম্পাদক মো. নুরুল কামাল আকাশ, মহেশখালী নিউজ ডটকমের বার্তা সম্পাদক আনোয়ার শাহাদাত, ঈদগাঁও নিউজ এর বার্তা সম্পাদক সেলিম উদ্দিন প্রমুখ।
চুক্তি সম্পাদনের ফলে এখন থেকে দৈনিক সাগর দেশে পত্রিকা কনপা-র সদস্যভুক্ত ওয়েবসাইডে প্রকাশিত যে কোন সংবাদ প্রকাশের সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, ইতিপূর্বে কনপা-র সাথে দৈনিক বাঁকখালী ও দৈনিক আমাদের কক্সবাজার কর্পোরেট চুক্তি সম্পাদন করে। আগামীতে আরো কয়েকটি পত্রিকার সাথে এ ধরণের চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।