হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ/সরকারী ভাবে জি-টু-জি পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ বিষয়ক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৭ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ সামছুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচএম ইউনুচ বাঙ্গালী, হ্নীল্ াইউপি চেয়ারম্যান মাষ্টার মীর কাসেম, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান প্যানেল-১ জাহেদ হোসেন মেম্বার, টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান প্যানেল-১ ডাঃ নুর মোহাম্মদ গণি, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল মান্নান, সিনিয়র মৎস্য অফিসার সৈয়দ হুমায়ুন মোর্শেদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির, একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) নুরুল আফছার, ইউআরসির ইন্সট্রাক্টর মোঃ ইলিয়াছ, টেকনাফ মডেল থানার সাব-ইন্সপেক্টর হারুন, সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, ইউপি সচিব হাকিম উদ্দীন পাহাড়ী ও শেখ ফরিদুল আলম, তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। সরকারী ভাবে বৈধ পন্থায় মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও সাবরাং এই ৩টি ইউনিয়নে অনলাইনে নাম রেজিষ্ট্রেশন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। টেকনাফ পৌরসভা, টেকনাফ সদর ইউনিয়ন, সাবরাং ইউনিয়ন ও সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের বাসিন্দাগণ সাবরাং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে এবং বাহারছড়া ইউনিয়নে বাসিন্দাগণ তাদের সুবিধা মত হোয়াইক্যং বা হ্নীলা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র নাম রেজিষ্ট্রেশন করতে পারবে। ১৯ জানুয়ারী থেকে ২১ জানুয়ারী ৩দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জন প্রতি নগদ ৫০ টাকা ফি দিয়ে নাম রেজিষ্ট্রেশন করা যাবে। ২২ জানুয়ারী কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে লটারী অনুষ্ঠিত হবে।উক্ত ৩দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেজিষ্ট্রেশন সেন্টারে বিদ্যুৎ সরবরাহ আবশ্যিক ভাবে নিশ্চিত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে যে কেউ এই সুযোগে মালয়েশিয়া যেতে পারবে না। এ ক্ষেত্রে যোগ্যতা ও শর্তাদির মধ্যে রয়েছে- জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, যারা হালনাগাদে অন্তুর্ভুক্ত হয়েছেন, কিন্তু এখনও আইডি কার্ড হাতে পায়নি তারা রেজিষ্ট্রেশনের অযোগ্য হবে। ওজন কমপক্ষে ৫০ কেজি ও মেডিক্যালি ফিট, উচ্চতা কমপক্ষে ৫ ফুট, বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া আগ্রহী কর্মীদের সর্ব নিম্ন ২৫ কেজি ওজনের মালামাল হাতে বহণ ও ৫০ কেজি ওজনের মালামাল কাঁধে বহনের ক্ষমতা, গ্রাম এলাকার প্রকৃত বাসিন্দা, কৃষি কাজে অভিজ্ঞতা ও দুর্গম পাহাড়ী এলাকায় রাবার বাগানে কাজ করতে আগ্রহী হতে হবে। টেকনাফ উপজেলায় নির্ধারিত ৩টি সেন্টারে মালয়েশিয়ায় গমনেচ্ছুকদের নাম অনলাইনে রেজিষ্ট্রেশনের জন্য তদারকি কর্মকর্তা(ট্যাগ অফিসার) নিয়োগ করা হয়েছে। এরা হলেন- হোয়াইক্যং মডেল ইউনিয়নে একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) নুরুল আফছার, হ্নীলা ইউনিয়নে সিনিয়র মৎস্য অফিসার সৈয়দ হুমায়ুন মোর্শেদ, সাবরাং ইউনিয়নে মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির। অনলাইনে নাম রেজিষ্ট্রেশন কাজে তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সকল মেম্বার, সচিব, দফাদার, চৌকিদারগণ সর্বাত্মক সহযোগিতা করতে বলা হয়েছে। এব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতারণা করে যাতে অতিরিক্ত টাকা কেউ হাতিয়ে নিতে না পারে এবং হয়রানীর শিকার না হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দেয়া হয়েছে। উল্লেখ্য, সরকারী পর্যায়ে জি-টু-জি পদ্ধতিতে স্বল্প অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের লক্ষ্যে গত ২৬ নভেম্বর মালয়েশিয়ার পুত্রজায়ায় জনশক্তি রপ্তানীর বিষয়ে একটি সমঝোতা স্মারক বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে স্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় সরকারী ভাবে কর্মী গমণের সুযোগ সৃষ্টি হয়েছে। মালয়েশিয়া সরকার পর্যায়ক্রমে ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, কৃষি, সেবা ও প্লানটেশন খাতে বাংলাদেশী কর্মী নেবে। তবে প্রথম পর্যায়ে মালয়েশিয়া সরকার ৩০ হাজার প্লানটেশন কর্মী নেবে বলে জানা গেছে। ############