ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ/
টেকনাফের নয়াপাড়া শরনার্থী ক্যাম্প থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মোঃ আবদুস শহীদ মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এইচ ব্লকের ৬৬১ নং শেডের এস-১ রুমের নুরুল আলমের পুত্র মোঃ ফয়েজের ঘর থেকে দেশীয় তৈরি বন্দুক (শট গান) টি উদ্ধার করে। নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের বিশেষ বিওপি বিজিবির নায়েক সুবেদার মোঃ আবদুস শহীদ মোল্লা জানিয়েছেন, বন্দুকটি থানায় জমা দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।
a