রাহিম উল্লাহ শরিফ, পটিয়া থেকে…মহানবী সা. কে কটুক্তি করে সিনেমা নির্মাণকারির ফাসির দাবিতে জামিয়া পটিয়ার ভিক্ষুব মিছিলমহানবী সা. কে কটুক্তি করে আপত্তিকর সিনেমা নির্মাণ, ফ্রান্সে ব্যাঙ্গচিত্র ছাপানোর প্রতিবাদে পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার ব্যানারে হাজার হাজার ছাত্র ও ধর্মপ্রিয় মুসলমানরা বুধবার বাদে যোহর ভিক্ষুব মিছিল ও প্রতিবাদ সভা করে। ভিক্ষুবদ্ধ ছাত্ররা মাদরাসার গেইট থেকে মিছিল সহকারে পটিয়া বাস স্টেশন হয়ে ইন্দ্রপুল থেকে ঘুরে এসে ডাক বাংলার মোড়ে জড়ো হয়। এসময় সমবেত জনতার সামনে পটিয়া আল-জামিয়া মাদরাসার বিশিষ্ট শিক্ষক মাওলানা ওবাইদুল্লাহ হামযা, মাওলানা কাজী আখতার হোসাইন, মাওলানা জাফর সাদেক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ইসলামের দুষমন যুক্তরাষ্ট্রের পুশ্য নরপশু নেকোলা ব্যাস্যালির ফাসি ও জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করেন এবং মুসলমানদের প্রতি ইহুদী খৃষ্টানদের সকল প্রকার পন্য-সামগ্রী বর্জনের জোড়ালো আহবা জানান। সর্বশেষে মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত করেন।
রাহিম উল্লাহ শরিফ, পটিয়া থেকে।¬¬¬¬
Leave a Reply