মেসি আর রোনালদোকে হারিয়ে ২০১১-১২ মওসুমের ইউরোপিয়ান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার মাঝ মাঠ কাঁপানো খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা। অধিকাংশের ধারণা ছিল, এবারের এই বর্ষসেরার মুকুট হয় মেসি কিংবা রোনালদোর মাথায় উঠবে। তবে বৃহস্পতিবার শেষ হাসি হাসলেন ২৮ বছর বয়সী ইনিয়েস্তা। ৫৩ জন ক্রীড়া সাংবাদিক সেরা ফুটবলার নির্বাচনে ভোট দিয়েছেন। ইনিয়েস্তার পক্ষে ১৯টি ভোট পড়েছে। আর রোনালদো ও মেসি সমান ১৭টি করে ভোট পেয়েছেন। ইউরোপ সেরার মুকুট জেতার পর ইনিয়েস্তা বলেছেন, বিশ্বখ্যাত দুজন ফুটবলারকে পেছনে ফেলে আমি এখানে আসতে পারায় নিজেকে ধন্য মনে করছি। তবে এটা এককভাবে তার নিজের ট্রফি নয়। এটা সতীর্থ, স্প্যানিশ জাতীয় দল এবং বার্সেলোনার সকল খেলোয়াড়ের। গত চার বছরে আক্রমণাত্মক মিডফিল্ডার ইনিয়েস্তা স্পেন ও বার্সেলোনার হয়ে সবগুলো বড় শিরোপাই জিতেছেন। ২০১০ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে জয়সূচক গোলও করেন তিনি।
গত বছর ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মেসি। জাভি ও রোনালদো যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিলেন। আর এবার মেসির কাছ থেকে শ্রেষ্ঠত্ব কেড়ে নিলেন তারই সতীর্থ ইনিয়েস্তা।
ইনিয়েস্তা ইউরোপসেরা ফুটবলার নির্বাচিত হওয়ায় রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর আক্ষেপটা থেকেই গেল। গত মওসুমে রিয়ালের হয়ে ৫৫ ম্যাচে ৬০ গোলের সঙ্গে ক্লাবকে স্প্যানিশ লীগের শিরোপা জেতানোর পরও ইউরোপ সেরা খেতাব জেতা হলো না তার। অন্যদিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি গত মওসুমে বার্সেলোনার হয়ে ৬০ ম্যাচে ৭৩ গোল করলেও সতীর্থ ইনিয়েস্তার কাছে নিজের শ্রেষ্ঠত্ব খোয়ালেন। গত তিন মওসুম বর্ষসেরা ছিলেন লিওনেল মেসি।
Leave a Reply