মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে আগামী ৪ নভেম্বর বিক্ষোভ সমাবেশ, ১২ নভেম্বর গণমিছিল ও ২১ নভেম্বর ঢাকায় জনসভা করছে ১৮ দলীয় জোট। এছাড়া আগামী ৯ নভেম্বর রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধবসতি ও বিহার পরিদর্শনে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, ১৮ দলীয় জোটের উদ্যোগে ৪ নভেম্বর সারাদেশের মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ হবে। ১২ নভেম্বর সারাদেশের মহানগর, জেলা ও উপজেলায় হবে গণমিছিল। ২১ নভেম্বর ঢাকায় জনসভা হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী ৯ নভেম্বর রামু যাবেন খালেদা জিয়া।
এর আগে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Leave a Reply