প্রেস বিজ্ঞপ্তিঃ হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকার রইক্ষং পুটিবনিয়া বৌদ্ধ বিহারেরনেতৃবৃন্দটেকনাফ ৪২ রাইফেল্স ব্যাটালিয়নেরর অধিনায়ক কর্ণেল জাহিদ হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।পুটিবনিয়া জেয়াপুরী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে অংছাইংগা চাকমা(সভাপতি) ,উলাথন চাকমা (সাধারন সম্পাদক),মংকেচা চাকমা (অর্থ সম্পাদক),নিচামং চাকমা(সদস্য)প্রমুখ বলেছেন, অত্র এলাকায় বিজিবির সক্রিয় টহল ও নিরাপত্তার ফলেকোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে উনছিপ্রাং বিজিবিবৌদ্ধ বিহারের আশ পাশ এলাকায় সাবির্ক নিরাপত্তায় শারন্তিপূর্ন ভাবে সকল ধর্মিয় উৎসব পালিত হয়েছে। উপজাতি রনেতৃবৃন্দ এব্যাপারে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply