হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ…….সন্ত্রাসী হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৩ জুন দুপুরে সাবরাং এ ঘটেছে এ ঘটনা। আহত ব্যবসায়ী সাবরাং কুয়াংছড়ি পাড়া আমির সুলতানের পুত্র আবুল কালাম সওদাগরকে(৪০) টেকনাফ হাসপাতালে ভর্তি এবং এব্যাপারে গতকালই ২ জনকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছে- সাবারাং করাচিপাড়া মৃত আব্দুল জলিলের পুত্র মজিদ হাসান(২২) ও কুয়াইংছড়িপাড়া মৃত শহর মুল্লুকের পুত্র অলি আহমদ(৩০)। লিখিত অভিযোগে বল হয়- ৩ জুলাই দুপুরে আবুল কালাম সওদাগর খাট ক্রয় করতে ২৬ হাজার ৩০০ টাকা নিয়ে বাড়ী থেকে সাবরাং যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে সাবরাং গুচ্ছগ্রাম রাস্তার মাথায় পৌছলে অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে বেদম মারধর করে টাকা গুলো ছিনিয়ে নেয়। হামলায় মুখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছেন।###########
Leave a Reply