বিএনপি ও জামায়েতের ১১ নেতা এবার কারাগারে ঈদ করবেন।মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলা, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পর কারাগারে রয়েছেন।কারাগারে বিএনপির ৪ জন আর জামায়েতে ইসলামীর ৭ জন নেতা রয়েছেন। এছাড়া তারেক রহমানে ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও কারাগারে ঈদ করবেন।
আটক বিএনপির চার নেতা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু।
আর জামায়েতে ইসলামীর সাত নেতা হলেন, সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও জামায়েতের কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলী।
এরা ঢাকা, গাজীপুর, কুমিল্লা >কারাগার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের প্রিজন জেলে আটক রয়েছেন।
কারা কর্তৃপক্ষ বলছেন, ঈদের দিন সকালে কারা কর্তৃপক্ষের আয়োজিত ঈদের জামাতে তারা নামাজ আদায় করবেন। এর আগে কারা কর্তৃপক্ষ তাদের পায়েস ও মুড়ি সরবরাহ করবেন।
দুপুরে দেওয়া হবে ভাত-রুই মাছ ও আলুর দম। এছাড়া রাতের খাবারে পোলাও গরুর ও খাসির মাংস, মিষ্টি ও পানীয় খেতে দেওয়া হবে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক মাহবুবুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৭ হাজার ৭০০সহ সারা দেশে প্রায় ৬৭ হাজার কারাবন্দী রয়েছেন।
Leave a Reply