একশ’ টাকা মূল্যের বাংলাদেশ প্রাইজবন্ড লটারির ৭২তম ড্র অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।
প্রথম পুরস্কার বিজয়ী লটারির নম্বর: ০৮৬৪৪৭৭। বিজয়ী ব্যক্তি পাবেন ৬ লাখ টাকা।
দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত লটারির নম্বর: ০৬৪৭৩৩৮। বিজয়ী ব্যক্তি পাবেন ৩ লাখ ২৫ হাজার টাকা।
তৃতীয় পুরস্কার ১ লাখ টাকার দু’টি পুরস্কার: ০৬৩০১১৪ ও ০৯০০৯৫২।
চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকার দু’টি পুরস্কার: ০১২২১৩৩ ও ০৪৯৮৩৬৮।
জানা গেছে, একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) ড্র পরিচালিত হয়। প্রচলনযোগ্য ৩৮টি সিরিজ ড্র এর আওতাভুক্ত।
এর আওতায় ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। সর্বমোট পুরস্কার ১ হাজার ৭৪৮টি।