মুহাম্মদ ছলাহ্ উদ্দিন….টেকনাফের হ্নীলা হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ তাদের ‘অনাবিল স্বপ্ন যাত্রা’ ত্বরান্বিত করার লক্ষ্যে একটি উপ-কমিটি গঠন করেছে। বুধবার বিকাল ৩টায় স্কুল হলরুমে আলা উদ্দিন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে মোস্তাক আহমদ সাকীকে আহবায়ক, আবদুলাহ খালেদ ও মুহাম্মদ খালেদ বাদশাহকে যুগ্ম-আহবায়ক এবং আব্দুর রহিম, আলা উদ্দিন রাসেল, রিদুওয়ানুল হক, মুহাম্মদ ইউনুছ, আব্বাছ উদ্দিন, কায়সার রশিদ লালু, সাজ্জাদ বিন ইউছুপ, তারেক মাহমুদ রনি, এহসান উদ্দিন, জকি ওসমান, আমিনুল ইসলাম, জুবাইর ওসমানকে সদস্য করে একটি উপ-কমিটি গঠন করা হয়। সভায় আগামী এক বছরের কর্মপন্থা নির্ধারিত হয়।
পরিষদ সূত্র জানায়, উপজেলার প্রাচীন ওই স্কুলের দীর্ঘ ৬৬ বছরের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিকে ফুটিয়ে তোলার লক্ষ্যে ২০১০ সালের ২০ নভেম্বর ‘অনাবিল স্বপ্ন’ নিয়ে প্রাক্তন ছাত্র পরিষদ প্রতিষ্ঠত হয়। প্রতিষ্ঠার পর হতে পরিষদ বিদ্যালয়ের বিভিন্ন জাতীয় দিবসসহ নানাবিধ কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করে আসছে।
Leave a Reply