সেলিমুল্লাহ, হ্নীলা…টেকনাফ উপজেলার জনবহুল হ্নীলা বাসস্টেশনে দূধর্ষ দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। চাউল ব্যবসায়ী ও যুবলীগ নেতার পিতা মোস্তাক আহমদ সওদাগরের দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে দূর্বৃত্তরা নগদ সাড়ে ৫ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্লু-বের করার চেষ্টা চালিয়ে যাচেছ।
সুত্র জানায়-৯সেপ্টেম্বর সকালে প্রতিদিনের ন্যায় টেকনাফ উপজেলার হ্নীলা বাসস্টেশনে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলীর পিতা মোস্তাক আহমদ সওদাগরের ২য়পুত্র শফিক দোকান খুলে দেখতে পায় ক্যাশবাক্স ভাঙ্গা এবং টাকা পয়সা নেই। সে পেছনে খোঁজ নিয়ে দেখে ভেন্টিলেটর ভাঙ্গা। এ বিষয়টি উপস্থিত লোকজন ও পরিবারকে জানানো হলে হৈ ছৈ পড়ে যায়। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে এস আই রাজিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে ক্লু-বের করার চেষ্টা চালায়। বাজার কমিটির সেক্রেটারী অধ্যাপক জহির আহমদ বলেন- সকালে এ খবর পেয়ে চুরিকৃত টাকা উদ্ধারের জন্য সম্ভাব্য তৎপরতা চালিয়ে যাচিছ । দীর্ঘদিন পর হ্নীলার ব্যবসা প্রতিষ্ঠানে বৃহৎ টাকা চুরির ঘটনা এটি । এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। #############################
Leave a Reply