বিশেষ প্রতিবেদক … পূর্ব শত্রুতার জের এবং মার্কেট/দোকান জবর দখল সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ সেলিম নেতৃত্বে এক দল সন্ত্রাসী হামলায় এক আইনজিবীসহ দুই সহোদর ধারালো অস্ত্রে আহত হয়েছে। হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মৌলভীবাজারে ২২জানুয়ারী বিকাল ৫ টায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, দীর্ঘ দিন জায়গা জমি মালিকানা দাবী সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের এবং মৌলভী বাজারের নুরুল আমিনগং এর মালিকানা মার্কেট/দোকান জবরদখল করার উদ্দেশ্যে স্থানীয় সেলিম গং পরিকল্পিত ভাবে এবং প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্রের ফিল্মিস্টাইলে হামলা চালায়, এতে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নুরুল আমিন ও সহোদর চট্টগ্রাম আদালতের তরুন আইনজীবি নুরুল মোস্তফা গুরুতর ভাবে আহত হয়। এ সময় দোকানে থাকা ২লাখ ২০হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে, আহতরা দাবী করেন। আহত দুই সহোদর টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার মূল নায়ক সেলিম, মহিমূল মোস্তাফা, ফরিদুল আলম ও জান্নাতুল মোস্তাফাসহ ১০/১২ জন এ ঘটনার সাথে জড়িত বলে ওরা দাবী করেন। ঘটনা শেষে আহতরা রাত ৭ টায় টেকনাফ মডেল থানায় গেলে ওদেরকে ও’সি মোঃ হাফিজুর রহমান আগে চিকিৎসা নিতে পরামর্শদেন ও পরে মামলা করতে আশ্বাস দেন। ##
Leave a Reply