*মুহাম্মদ ছলাহ্ উদ্দিন-টেকনাফের হ্নীলায় একমাস আগে রাতের আঁধারে অজ্ঞাত ঘাতকদের হাতে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে বিষ প্রয়োগে নির্মমভাবে নিহত পিতৃহারা শিশু আজিজ সিকান্দর সোহাগ হত্যা মামলা জেলায় চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভূক্ত হয়ে এসপির নির্দেশে তদন্ত করবেন স্বয়ং টেকনাফ থানার ওসি। ওই মামলায় ইতিপূর্বে ধৃত আসামী সাইফুল ইসলাম সাবুকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মামলার বাদী নিহত সোহাগের হতভাগী মা রহিমা বেগম ওসি (অপারেশন) মোঃ ফরহাদের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি তাঁকে এ তথ্য জানান। এ সময় ওসি (ইনভেস্টিগেশন) স্বপন কুমার মজুমদারসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ২০ সেপ্টেম্বর রাতে আঁধারে শিশু সোহাগ খুন হওয়ার পর এ হত্যাকান্ডের তদন্তভার পড়ে তৎকালীন সেকেন্ড অফিসার এসআই রাজু আহমদের উপর। সম্প্রতি তিনি টেকনাফ থানা থেকে বদলী হন। এতে মামলার ভবিষ্যত নিয়ে পর্যবেক্ষক মহলে পুলিশের প্রতি ‘সন্দেহের’ সৃষ্টি হয়। গতকাল ওসি’র সাথে বাদীর সাক্ষাৎকালে এ সন্দেহের অবসান হয়। ওসি মোঃ ফরহাদ জানান, শিশু সোহাগ হত্যা মামলা জেলায় চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভূক্ত হয়েছে। পুলিশ সুপার সেলিম মোঃ জাহাঙ্গীর ওই মামলা স্বয়ং ওসিকেই তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছেন। এদিকে ওই মামলা ইতিপূর্বে ধৃত সাইফুল ইসলাম সাবুকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে ঈদের পর টেকনাফ থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
######################
মুহাম্মদ ছলাহ্ উদ্দিন,
টেকনাফ ॥
মোবাইল নং-০১৮২৪-৮৭৯৩৫১
Leave a Reply