হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ………..বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারী বরাদ্দের খয়রাতি চাউল বিতরণ এবং বিধ্বস্থ বেড়ীবাঁধ পরিদর্শনকালে টেকনাফ-উখিয়া থেকে নির্বাচিত মহাজোট মনোনীত এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন- বর্তমান সরকার সব সময় জনগণের দু:খ দুদর্শা লাঘবে বদ্ধপরিকর। বর্তমান গনতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ গড়ার মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের দিন বদলে এবং ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শাহপরীরদ্বীপে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করা হবে। এলাকার মানুষের জানমাল রক্ষা করতে যা যা দরকার সবই করা হবে বলে তিনি উপস্থিত জনতাকে আশ্বাস দেন। এমপি বদি বিধ্বস্থ বেড়িবাঁধ পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের খয়রাতি চাউল বিতরণ কর্মসূচীর উদ্ভোধন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান জানান- ২০০ পরিবারকে ২০ কেজি এবং ৮০০ পরিবারকে ১০ কেজি করে চাউল দেওয়া হয়েছে। এরপর এমপি বদি হ্নীলা ইউনিয়ন পরিষদেও অনুরুপভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খয়রাতি চাউল বিতরণ করেন। #############
Mr Mp Bodi,This rice donation will not work in next election time.
hhhhairy bodi miah toi nije akjon ashot mp..