সোমবার ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১১:২৬ অপরাহ্ন
307 বার এই নিউজটি পড়া হয়েছে
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … টেকনাফের হ্নীলায় সরকারী বিধানের তোয়াক্কা না করে এক কীটনাশক ডিলার বেআইনীভাবে সার এনে বিক্রি ও মজুদের সময় উপজেলা কৃষি অফিস অভিযান চালিয়ে ৮০ বস্তা সার জব্দ করেছে বলে জানা গেছে। উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা বাস ষ্টেশনের কীটনাশক বিক্রেতা ডিলার বাবুল কৃষি কর্তৃপক্ষ এবং জেলা সার মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া দীর্ঘ দিন ধরে অবৈধভাবে উখিয়া হতে চাঁন্দের গাড়িযোগে টিএসপি ও ডিএপি সার হ্নীলায় এনে চড়া দামে বিক্রি করে আসছিল। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় গাড়িযোগে আনার সময় উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিউল আলম কুতুবীর নেতৃত্বে আটক ও জব্দ করা হয়। এ ঘটনার খবর পেয়ে টেকনাফ উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জব্দকৃত সার বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণের জন্য নিয়ে যান।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম জানান, ‘এক উপজেলা থেকে অন্য উপজেলায় সার নিতে হলে জেলা সার মনিটরিং কমিটির অনুমোদন নিতে হয়। একজন কীটনাশক বিক্রেতা কখনো সার বিক্রি করতে পারেন না। সে অবৈধভাবে সার নিয়ে যাচ্ছেন। তাই অবৈধ সার জব্দ করা হয়েছে’। টেকনাফ উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল হাসান জানান, ‘তিনি অবৈধভাবে সার এনে অন্যায় করেছেন। জব্দকৃত এসব সার উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য রাতেই উপজেলায় নেওয়া হয়েছে’। ##