জসিম উদ্দিন টিপু, টেকনাফ।মহাজোট সরকার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাছ করে যাচ্ছে। বিদ্যুৎ সমস্যার সমাধানই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার। বর্তমান সরকার দেশের সব এলাকায় বিদ্যুৎ সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। জনগণের সেবার মান নিশ্চিত করতেসর কার সব কিছুতেই ডিজিটালাইজ্ড পদ্ধতিতে রুপ দিয়েছে। এতে করে গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষ সহজেই জনসেবা পাচ্ছে। মানুষের ভাগ্যন্নোয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার পূর্ববর্তী সরকারকে হার মানিয়েছে। উখিয়া-টেকনাফের উন্নয়নের কথা মাথায় রেখে দু’উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণের মাধ্যমে আনুষ্টানিক উদ্ভোধনের অপেক্ষায় রয়েছে। সরকার দিন বদলের সনদ বাস্তবায়নে টেকনাফের জনসাধরণের বিদ্যুৎ সমস্যা সমাধানে কাজ করছে। এ অঞ্চলের মানুষের ভাগ্য বদলে আমি আজীবন কাজ করে যাবো। টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদায় কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্র তথা সাব ষ্টেশনের ভিত্তি প্রস্তর কালে উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন। জানাযায়, গতকাল ২৮ জুলাই কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সকাল ১১ টায় টেকনাফ-২ (লেদা) ৩৩/১১ কেভি ৫ এমভিএ উপকেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে। প্রায় ৬ কোটি টাকার অর্থায়ানে ৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন লেদা এলাকায় অবস্থিত ৪২ শতক জমির উপর উক্ত উপকেন্দ্রটি হয়ে গেলে টেকনাফের বিদ্যুৎ সমস্যার অবসান হবে বলে সংশ্লিষ্ট সুত্র জানায়। সুত্রে জানাগেছে, টেকনাফের মোট বিদ্যুৎ চাহিদা ৫.৫ মেগাওয়াট। এতে করে পূর্বের সাব ষ্টেশনে ৫ মেগাওয়াট সহ মোট বিদ্যুৎ হবে ১০ মেগাওয়াট। তাতে মোট চাহিদার চাইতে ৪.৫ মেগাওয়াট বেশী। এতে করে পুরো উপজেলার বিদ্যুতের উন্নত গ্রাহক সেবা দেওয়া সম্ভব। উক্ত ভিত্তি প্রস্তর অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, ভাইস চেয়ারম্যান এইচ.এম. ইউনুছ বাঙ্গালী। উপস্থিত ছিলেন, কক্সবাজার পবিসের সভাপতি মো: শাহেদুজ্জামান বাহাদুর, সচিব মো: সৈয়দ হোসাইন চৌধুরী, জি.এম. প্রকৌশলী কামরুল হাসান, ডিজিএম বলায় মিত্র, এজিএম (জিএস) মো: জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী বিবেক কান্তি দেব, পুলিশ কর্মকর্তা হিরণ কুমার, ব্যবসায়ী মো: আলম বাহাদুর, পবিসের হ্নীলা অফিস ইনর্চাজ মো: মাফিজুর রহমান, লেদা জুনিয়র হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: আলম ও উক্ত স্কুলের প্রধান শিক্ষক মাওলানা জামাল, লেদা ইবেন আব্বাস মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক মুফতি ক্বারী শাকের আহমদ প্রমুখ। #######