হ্নীলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণে ইউএনও
শনিবার ২১ জুলাই, ২০১৮ ৪:৪৫ অপরাহ্ন
323 বার এই নিউজটি পড়া হয়েছে
নুরুল হোসাইন,টেকনাফ **
কক্সবাজার জেলার কিন্ডার গার্ঢেন এসোসিয়েশন এর উদ্যোগে টেকনাফ উপজেলার ট্যালেন্ট সার্চ বৃত্তি পরিক্ষা-২০১৭ ইং সনের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান।
২১ জুলাই শনিবার সকাল ১০ টার দিকে হ্নীলা মাল্টিমিডিয়া কেজি স্কুলের হল রুমে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ও নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মমতাজুল ইসলাম মনুর’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রবিউল হাসান বলেন, কক্সবাজার জেলার কিন্ডার গার্ঢেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এমনিতেই টেকনাফের শিক্ষার হার ৩৫% কাছাকাছি এবং ধীরে ধীরেই এই হার বৃদ্ধি পাচ্ছে এধরনের উদ্যোগ আগামীতে দলমত-নির্বিশেষে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া হলে টেকনাফের শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে। সু-শিক্ষা গ্রহণের মাধ্যমে একদিন এই শিক্ষার্থীরা এই এলাকার সুনাম উজ্বল করবে। পাশাপাশি তিনি আরও বলেন, উপজেলা ভিত্তিক সরকারিভাবে যে সমস্ত শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় সে সমস্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য বেসরকারী শিক্ষক- শিক্ষিকাদের প্রতি আহবান জানান এবং মাদক থেকে দূরে রাখতে অভিভাবককে নজর রাখার আহবান জানান। এছাড়া কেজিস্কুলের গুলোকে সরকারী সহায়তা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে ইউএনওকে ফুল দিয়ে বরণ ও বৃত্তিপ্রাপ্ত ৬২ জন ছাত্রছাত্রীদের মাঝে ব্যাগ ও সনদ বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান এইচকে আনোয়ার, হ্নীলা ইউপি মেম্বার হোছন আহমদ, কক্সবাজার কিন্ডার গার্ঢেন এসোসিয়নের পরিক্ষা নিয়ন্ত্রক ইসলাম মাহমুদ, টেকনাফ সাংবাদিক ইউনিটি’র সভাপতি সাইফুল ইসলাম সাইফি ও সাধারন সম্পাদক নুরুল হোসাইন, হ্নীলা হাইস্কুলের সহকারী শিক্ষক আবুল মনছুর, শামসুল আলম, খারাংখালী এন্ডেলস কেয়ার একাডেমীর অধ্যক্ষ নুরুল আমিন, মৌলভীবাজার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ জামাল হোসন প্রমূখ।
অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন হোয়াইক্যং হলি চাইল্ড কেজি এন্ড হাইস্কুল, কানজর মডেল একাডেমী, খারাংখালী এন্ডেলস কেয়ার একাডেমী,মৌলভীবাজার আইডিয়াল একাডেমী, নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুল।