হুমায়ুন রশিদ,টেকনাফ ###হ্নীলায় বিজিবি জওয়ানেরা মিয়ানমার হতে বাংলাদেশে একটি ইয়াবার চালান অনুপ্রবেশকালে কাঠের নৌকাসহ জব্দ করেছে। ইয়াবা চোরাচালানে জড়িত থাকার অপরাধে ১জনকে পলাতক আসামী করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়-১২ আগষ্ট ভোররাত সাড়ে ১২টারদিকে টেকনাফ ৪২বিজিবির হ্নীলা বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে ইয়াবার একটি বিরাট চালান আসার নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীর আলীখালী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭হাজার ৯শ ৫৭পিস ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করে। যার বাজার মূল্য ২৪ল ২হাজার ১শ টাকা। ইয়াবা চোরাচালানে জড়িত থাকার অপরাধে লেদা আবুল কাশেমের পুত্র নুরুল কবিরকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। একটি সুত্র দাবী করছে স্থানীয় একটি ইয়াবা চোরাকারবারী লাখ পিস ইয়াবার চালান আনছিল। তবে বিজিবি জওয়ানেরা পুরো চালানটি জব্দ করতে পারেনি।
টেকনাফ ৪২বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান অভিযানের সত্যতা স্বীকার করেন। #######