এটিএন ফায়সাল…টেকনাফের হ্নীলায় মিয়ানমার থেকে ২টি মহিষ চুরি করে এনে করিডোর করার অভিযোগ এনে নাসাকাবাহিনী চিঠি দিয়েছে বিজিবিকে। নাসাকা মহিষ ফেরত চাওয়ায় ঘটেছে বিপত্তি। তবে বিজিবি বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার পর পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছে। কিন্তু মিয়ানমারের চোর বাংলাদেশে পশু এনে বিক্রি করে দেবে আর নাসাকার চিঠি পেয়ে সহজে মহিষ ফেরত দিলে হবেনা। প্রকৃত চোর সনাক্ত করে বাংলাদেশীদের ক্ষতি-পূরণসহ কঠোর শাস্থিমুলক পদক্ষেপ নিতে হবে। সীমান্তে এসব চোর সিন্ডিকেটকে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
খোঁজ নিয়ে জানাযায়- গত ১৯ অক্টোবর সন্ধ্যার দিকে মিয়ানমারের নাফপুরা এলাকার নিয়ারবিলস্থ নাইসাপ্র“ গ্রামের মৃত শরীফ হোছনের পুত্র আলী জোহারের গৃহ পালিত ২টি মহিষ লুধাইং এলাকার আবুল হাশিমের পুত্র মোহাম্মদ হাশিম বাংলাদেশে এনে টেকনাফ উপজেলার হ্নীলা পুরাতন বাজারস্থ কাস্টম্স ঘাট এলাকার মৃত মোহাম্মদ হানিফের পুত্র জাফর আলম প্রকাশ গুরাইয়ার নিকট নিয়ে আসে। সে যথারীতি করিডোর করে মহিষ ২টি নিয়ে যায়। এরপর উক্ত যুবক মহিষ ২টি মাত্র ৪৭হাজার টাকায় সিকদারপাড়া এলাকার এক মাংস ব্যবসায়ীকে বিক্রির কথাবার্তা হয়। এরই মধ্যে মিয়ানমারের মালিক চুরি হয়ে যাওয়া মহিষ খোঁজার জন্য বিভিন্ন এলাকায় লোক লাগায়। অবশেষে মহিষ ২টি গুরাইয়ার বাড়িতে দেখতে পায়। চুরি হয়ে যাওয়া মহিষ উদ্ধারের জন্য নাসাকাবাহিনী সীমান্ত বিজিবিকে চিঠি দেয়। স্থানীয় বিওপির কোম্পানী কমান্ডার নাসাকা চিঠি প্রেরনের বিষয়টি স্বীকার করেন। এরপর বিজিবি মহিষ ২টি নিজ জিম্মায় নেয়। এ ব্যাপারে ৪২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান-মহিষ ২টি চোরাই বলে নাসাকার পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে তাই বিষয়টি তদন্ত করে দেখা হচেছ। ঘটনা সত্য হয়ে থাকলে পতাকা বৈঠকের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তবে পশু কিনতে বাংলাদেশী লোকজনের ক্ষতি হওয়া টাকা-পয়সা ফেরত পাওয়ার ব্যাপারে বিজিবিকে ভূমিকা পালন করতে হবে সচেতনমহল আশাবাদ ব্যক্ত করেন। সীমান্তের এ চক্রটিকে সনাক্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দরকার। #################
Leave a Reply