টেকনাফ প্রতিনিধি…ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহের কাজ শেষ হলেও দায়িত্ব প্রাপ্ত সুপাভাইজার ও তথ্য সংগ্রকারীর বিরুদ্ধে বৈষম্য,ভোগান্তি,স্বজনপ্রীতি ও উৎকোচ গ্রহনের অভিযোগ শেষ হচ্ছেনা একেবারেই। প্রতিদিন উপজেলার কোন না কোন ওয়ার্ডে দায়িত্ব পাওয়া সুপারভাইজার,তথ্য সংগ্রকারী অথবা সেই ওয়ার্ডের মেম্বার কিংবা প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে এসব অভিযোগ সম্বলিত তথ্য বেরিয়ে আসছে। এবারকার অভিযোগটি করেছেন হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সিকদার পাড়ার মরহুম আবুল মন্্জুরের ২য় পুত্র টেকনাফ উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খোকন একই ওয়ার্ডে দায়িত্ব পাওয়া তথ্য সংগ্রহকারী হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার আরিফুল ইসলাম ও ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বারের বিরুদ্ধে। ১৭ অক্টোবর টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে দেয়া এক লিখিত আবেদনে অভিযোগকারী স্থানীয় মেম্বার ও রাজনৈতিক দলের কিছু ব্যক্তির যোগসাজসে উৎকোচের মাধ্যমে হ্নীলা আল-জামেয়া মাদ্রাসায় রাতের অন্ধকারে শতাধিক ফরম পুরণ করেন তথ্য সংগ্রহকারী। অভিযুক্ত তথ্য সংগ্রকারী ৫ নং ওয়ার্ডের কোন বাড়ীতে ভোটার তথ্য সংগ্রহ করতে না গিয়ে মোটা অংকের উৎকোচ গ্রহনের মাধ্যমে নিজ প্রতিষ্টান হ্নীলা উচ্চ বালিকা বিদ্যালয়ে বসে স্থানীয় মেম্বার ও রাজনৈতিক দলের কিছু ব্যক্তির ইশারায় দিনভর ফরম পুরণ করেছেন বলে অভিযোগে বলা হয়। ====
Leave a Reply