আল-মাসুদ, হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া গ্রামের অধিবাসী ডাঃ রুস্তম আলী প্রকাশ রুস্তম ডাক্তার গতকাল সকাল সাড়ে ৭ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ…. রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ ছেলে ৬ মেয়ে নাতিন-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ডাঃ রুস্তম দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভোগছিলেন। ডাঃ রুস্তম আলী চট্্রগ্রামের মিরশরাই থেকে ১৯৭২ সালের কোন এক সময় হ্নীলায় এসে স্বপরিবারে স্থায়ী বসবাস শুরু করেন। তিনি টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের থানা ম্যালেরিয়া ইনসপেক্টর ছিলেন। তার নামাযে জানাযা সন্ধ্যে ৬ টায় হ্নীলা শাহ মজিদিয়া মাদ্্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ——
Leave a Reply