এটিএন ফায়সাল, টেকনাফ / টেকনাফের হ্নীলায় প্রকাশ্য দিবালোকে চিহ্নিত দুস্কৃতিরা এক ঠিকাদারকে বেধড়ক পিটিয়ে অর্ধলাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত ঠিকাদারকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযোগ সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে হ্নীলা স্লুইশ পাড়া গ্রামের আবদুল খালেকের পুত্র ঠিকাদার মোঃ রফিক (২৭) ঠিকাদারী কাজে হোয়াইক্যং ব্রিকফিল্ড হতে ক্রয় করা ইটের টাকা পরিশোধের জন্য ৫০ হাজার টাকা পকেটে নিয়ে ঘর থেকে বের হয়ে পুরাতন বাজারস্থ হাসান মার্কেটের নীচ তলার সেলুনের দোকানে সেভ করতে বসেন। এ সময় স্থানীয় ফুলের ডেইল গ্রামের আবদুল গফ্ফারের তিন পুত্র শাহ আলম (২৭), জানে আলম ওরফে গেনাইয়া (৩৮) ও এমরান (২২) এবং একই গ্রামের শামশুল আলমের পুত্র রশিদ আহমদ ওরফে গুরাইয়া (২২) অতর্কিতভাবে সেলুনের দোকানে ঢুকে ঠিকাদার মোঃ রফিককে এলোপাতাড়ী কিল, ঘুষি মেরে এবং টেনেহিচড়ে মুখে, পিঠে, হাতে, পায়ে ও শরীরের বিভিন্ন অংশে জখম করে। এ সময় তারা সেলুনের দোকানে ভাংচুরের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে ঠিকাদার মোঃ রফিকের পকেটে থাকা ৫০ হাজার টাকাসহ ১৫ হাজার টাকা মূল্যমানের নকিয়া মোবাইল সেট ছিনতাই করে এ ঘটনা নিয়ে ‘মামলা-মোকাদ্দমা করলে খুন করার’ হুমকি দিয়ে বীরদর্পে স্থান ত্যাগ করে। লোকজন এগিয়ে এসে আহত রফিককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে প্রেরণ করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে টেকনাফ থানার এসআই আরিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা (রাত ৯টা) পর্যন্ত ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
#############
Leave a Reply