এটিএন ফায়সাল…হ্নীলায় কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু না হলেও কাগজে-কলমে ১সপ্তাহ আগে কাজ শুরু দেখিয়ে সরকারী টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। ইউপি সুত্রে জানানো হচেছ আগামী মাসে এ প্রকল্পের কাজ শুরু হবে।
তথ্যানুসন্ধানে জানাযায়-টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২০১২-২০১৩ ইং সনের কর্মসৃজন প্রকল্প বাস্তবায়নের জন্য ৭ প্রকল্পের অধীনে ৭শ শ্রমিকের বিপরীতে ৪৯লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়। ১নং ওয়ার্ডে ইউনুছ মেম্বারের অধীনে ১৪০জন শ্রমিকের বিপরীতে ৯লাখ ৮০হাজার, ২নং ওয়ার্ডে ফরিদুল আলম মেম্বারের অধীনে ৬০জন শ্রমিকের বিপরীতে ৪লাখ ২০হাজার, ৩নং ওয়ার্ডে মোহাম্মদ হোছন বাইলা মেম্বারের অধীনে ৬০ শ্রমিকের বিপরীতে ৪লাখ ২০হাজার , ৪নং ওয়ার্ডে হোছাইন আহমদ মেম্বারের অধীনে ২৬০জন শ্রমিকের বিপরীতে ১৮লাখ ২০হাজার, ৫নং ওয়ার্ডে মহিলা মেম্বার রাশেদার ৬০জন শ্রমিকের বিপরীতে ৪লাখ ২০হাজার,, ৬নং ওয়ার্ডে আবুল হোছন মেম্বারের অধীনে ৬০জন শ্রমিকের বিপরীতে ৪লাখ ২০হাজার , ৭নং ওয়ার্ডে সফিক আহমদ মেম্বারের অধীনে ৬০জন শ্রমিকের বিপরীতে ৪লাখ ২০হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। চলতি মাসের গত ২০অক্টোবর থেকে কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হলেও স্ব স্ব প্রকল্পের চেয়ারম্যানেরা ঈদের ধামাঢোলে কৌশলে ফাঁকি দিয়ে কাগজে-কলমে ঠিক রাখার প্রস্তুতি নিচেছ। সংশি¬ষ্ট ট্যাগ অফিসারদের ম্যানেজ করে গত ২০অক্টোবর থেকে কাজ দেখাচেছ বলে অভিযোগ করছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিকদার। তিনি বলেন- সরকার মহৎ উদ্যোগ নিয়ে গ্রামের অতি দরিদ্র জনসাধারনের জন্য কর্মসংস্থান প্রকল্প চালু করছে। এ প্রকল্প যথাযথ না করে অনিয়ম-দূর্নীতির মাধ্যমে অর্থ লোপাট করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় মহিলা মেম্বার রাশেদার পক্ষ থেকে জানানো হয় আমরা প্রয়োজনীয় কাগজ পত্র ইউনিয়ন পরিষদে জমা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কাজ শুরুর নির্দেশ পাওয়া যায়নি।
ইউপি সচিব- হাকিম উদ্দিন পাহাড়ী জানান- গত ২০অক্টোবর বিভিন্ন সংবাদ পত্রে কর্মসৃজন প্রকল্প শুরু করার ব্যাপারে যে সংবাদ পরিবেশন করেছে তা ভিত্তিহীন ও ভূঁয়া। আমরা ৭টি প্রকল্পের কাগজ পত্র উপজেলা পরিষদে জমা দিয়েছি । আগামী মাসের ৩/৪তারিখে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারী কাজ অনিয়ম-দূর্নীতির উর্ধ্বে উঠে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।
##################################
#
Leave a Reply