হেলাল উদ্দিন, টেকনাফ ॥
টেকনাফের হ্নীলায় সমাজিক মূলক ও ক্রীড়া সংগঠন হ্নীলা এ্যাবলোম কাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার পার্টি সম্পন্ন হয়েছে।
জানা যায়, ৩ আগষ্ট বিকাল ৫টায় হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা মিলনায়তনে জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ভাইস-চেয়ারম্যান এইচ এম ইউনুচ বাঙ্গালী। কাবের আহবায়ক হুমায়ুন কবিরের পরিচালনায় বিশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ সাঈদ আহমদ তারেক, শিক মাওঃ আবদুস সুবাহান, ছৈয়দ আলমসহ কাবের অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
##############