হুমায়ুন রশিদ,টেকনাফ । টেকনাফের হ্নীলায় অতি-দরিদ্র আড়াই শত পরিবারের মধ্যে স্থানীয় এমপি আব্দুর রহমান বদির পক্ষে চাল বিতরণ করা হয়েছে। দুঃসময়ে এ ১০কেজি চাল মানুষের মুখে হাসির ঝিলিক বের করেছে।জানাযায়-৩আগষ্ট বিকাল ২.৩০টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার আড়াই শতাধিক অতি-দরিদ্র পরিবারের মধ্যে এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদির পক্ষে প্রতি পরিবারে ১০কেজি করে চাল বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসে হত-দরিদ্র লোকজন এসব চাল পেয়ে খুশিতে আতœহারা । স্থানীয় সাবেক মহিলা মেম্বার ও আওয়ামী মহিলা লীগের নেত্রী খতিজাতুল কোবরাসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে এ চাল বিতরণ করেন। ################
Leave a Reply