টেকনাফের হ্নীলায় দৈনিক আজকের কক্সবাজার সম্পাদক চেয়ারম্যান মুজিবুর রহমানের অসুস্থ পিতা ছিদ্দিক আহমদ কোম্পানীর আশু রোগমুক্তি কামনায় স্থানীয় পূর্বসিকদার পাড়া জবলে মসজিদে খতমে কোরান ও দো’য়া মাহফিলে আয়োজন করা হয়।১৩ জুলাই বাদে জুমা দৈনিক আজকের কক্সবাজারের হ্নীলা প্রতিনিধি সাদ্দাম হোসাইনের উদ্যোগে আয়োজিত পবিত্র খতমে কোরানে মসজিদে বায়তুল মামুরের পেশ ইমাম হাফেজ আবদুল জলিলের নেতৃত্বে ১০ জন কোরানে হাফেজ অংশ গ্রহণ করেন। খতমে কোরান শেষে ছিদ্দিক আহমদ কোম্পানীর আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দো’য়া মাহফিলে মুসল্লি, হাফেজে কোরান, ওলামায়েকেরামসহ স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
#####################
বার্তা প্রেরক ঃ
সাদ্দাম হোসাইন,
হ্নীলা, টেকনাফ ॥
মোবাইল নং-০১৮২৫-১৬২৮০১
Leave a Reply