আমিনুল ইসলাম,হ্নীলা।:::হ্নীলার দণিাঞ্চলের প্রতিরা বেড়িবাঁধ ও প্রত্যন্ত এলাকার রাস্তা-ঘাটের করুণ দশার কারনে সাধারন মানুষের জীবন দূর্বিষহ হয়ে উঠছে। অবিলম্বে এসব গুরুত্বপূর্ণ সড়ক সমুহ সংস্কার ও মেরামত জরুরী বলে সচেতনমহল মত প্রকাশ করেন।
সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার গুরুত্বপূর্ণ একটি জনসমাগম এলাকা হচ্ছে হ্নীলা। অত্র ইউনিয়নের হ্নীলা বিজিবি ক্যাম্পের দণি দিক হতে মোচনী-জাদিমোরা পর্যন্ত প্রতিরা বেড়িবাঁধের করুণ দশা। পাহাড়ী ঢল ও প্রবল জোয়ারের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে এসব এলাকার বেড়িবাঁধ। কর্মসৃজন প্রকল্পের আওতায় এসব বেড়িবাঁধের ভগ্নাংশ মেরামত ও সংস্কারের জন্য বরাদ্ধ দেওয়া হলেও বাস্তবায়নকারীদের অনিয়ম-দূর্নীতির কারনে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রয়ে গেছে। অপরদিকে এই ইউনিয়নের অন্যতম জনসমাগম এলাকা হ্নীলা বাসস্টেশন হতে পানখালী সড়ক, পূর্ব পানখালী হতে লেচুয়াপ্রাং সড়ক, ষ্টেশন-পুরান বাজার সড়ক, ফুলের ডেইল বিজিবি ক্যাম্প সড়ক, ফুলের ডেইল সড়ক, ফুলের ডেইল-দরগাহ সড়ক, দরগাহ-রঙ্গিখালী সড়ক, আলীখালী-আরকান সড়ক সমুহের মাঝখান হতে খন্ডাংশ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এসব সড়ক দিকে রিক্সাযোগে কোনরোগী বহন করে নেওয়া যেন মরার উপর খাড়ার গা। সাধারন মানুষ যানবাহনে যাতায়াত যেন বিড়ম্বনার এক রূপ। বর্তমান সরকারের আমলে নতুন করে কয়েকটি সড়ক হলেও ঠিকাদারদের যোগসাজশের কারনে কাজের মান উন্নত না হওয়ায় কতিপয় সড়কের অংশ বিশেষ ভেঙ্গে যাচ্ছে। মহাজোট সরকারের শেষ বছরে এসেও হ্নীলা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন না হওয়ায় জনমনে ুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকার সচেতনমহল এসব রাস্তা-ঘাট দ্রুত সংস্কার ও মেরামতের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহায়তা কামনা করেছেন। ####