ফরিদুল মোস্তফা খান,…টেকনাফ উপজেলার হ্নীলার সেই আলোচিত ইয়াবা ভান্ডারে হানা দিয়েছে হোয়াইক্যং ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় পুলিশ ফাঁড়ির এএসআই মাহফুজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করলেও জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ভর্তি ইয়াবা নিয়ে পালিয়ে গেছে এক আলোচিত ইয়াবা গড ফাদার। পুলিশ জানায়, প্রাণপণ চেষ্টার পরও গডফাদারকে আটকের চেষ্টা করলেও সে পালিয়ে যায়। তবে তার নাম-ঠিকানা পাওয়া গেছে। আশা করা যাচ্ছে, উক্ত ইয়াবা গডফাদার শীঘ্রই ধরা পড়বে। এ ব্যাপারে থানায় নিয়মিত আইনে মামলা হয়েছে।
god father dhura porle bathaa bondhu hoiye jabe ha ha ha ha
God Father”k na pai e tar Sister k garafter kore c.