হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … বিজিবি জওয়ানেরা টেকনাফের হোয়াইক্যং বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ ভরি ওজনের ৬টি স্বর্ণের বারসহ ১টি মোটর সাইকেল ও মিয়ানমারের মুদ্রা উদ্ধার করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট দুইজনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে ২৯ নভেম্বর জানান, স্থানীয় জনৈক বাবুল এর বাড়িতে স্বর্ণের বার ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে ২৮ নভেম্বর (শনিবার) দুপুর ১টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির কোম্পানী কমান্ডার মোঃ বজলুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযানে যায়। এসময় বিজিবি টহল দলকে পাহারা দেওয়া জনৈক জাফর আলম পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল উক্ত বাড়ি তল্লাশী করে বৈধ কাগজপত্র না থাকা ও শুল্ক ফাঁকির দায়ে ৮৫ ভরি ৬ আনা ওজনের ৬টি স্বর্ণের বার, ১টি মোটর সাইকেল ও মিয়ানমার মুদ্রা ৯৫০ কিয়াত উদ্ধার করে। এ ব্যাপারে হোয়াইক্যংয়ের মৃত মোহাম্মদ হাকিমের পুত্র মোঃ বাবুল (৪০) ও মৃত পেটান আলীর পুত্র মোঃ জাফরকে (৩৫) পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মোটর সাইকেল ও মিয়ানমার মুদ্রা টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারসমুহ জেলা প্রশঅসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে। ##
Leave a Reply