গত ৩১ আগষ্ট দৈনিক কক্সবাজারবাণীতে প্রকাশিত হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সভাপতি খেতাবধারী, কালের অন্যতম ইয়াবা ব্যবসায়ী ফয়েজ উদ্দিন জিকুর প্রতিবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং পেশাদার চাঁদাবাজ -ছিনতাইকারীর অপচেষ্টা মাত্র।
প্রকৃত ঘটনা হলো- গত ২৮ আগষ্ট সকালে আমার ২য় পুত্র জালাল উদ্দিনকে বিদেশ পাঠানোর জন্য সাতঘরিয়া পাড়া এলাকার মমতাজ উদ্দিনের মাধ্যমে মধ্যপ্রাচ্য দেশের ভিসা বাবদ ৩ লাখ টাকার মধ্যে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় ওৎপেতে থাকা ছিনতাইকারী, চাঁদাবাজ ও ইউনিয়ন যুবলীগ সভাপতি নামধারী গং আমরা পিতা-পুত্রের উপর হায়েনার মত হামলা দিয়ে মারধর করে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ খবর পেয়ে ২ ঘন্টা পর হোয়াইক্যং ফাঁড়ীর একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় উক্ত লম্পট নিজের অপকর্ম ঢাকানোর জন্য নিজেই ইয়াবার একটি পরিত্যক্ত চালান পুলিশকে ধরিয়ে দিয়ে আমাদের ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে ছিনতাই থেকে পার পাওয়ার চক্রান্ত করছে। মমতাজ উদ্দিন কি ইয়াবা ব্যবসা করে নাকি মাছের ব্যবসা করে তা আমার দেখার বিষয় নয়। আমার কাজ হলো ছেলেকে বিদেশ পাঠানো। সুতরাং আমার ছেলের বিদেশ যাওয়ার টাকা প্রকাশ্যে ছিনতাই করে আমাকে ইয়াবা ব্যবসায়ী সাজানো এবং উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে সুবিধা আদায় করার চক্রান্ত কোনদিন সফল হবে না। বরং তোমার এ অপকর্মের কৈফিয়ত প্রকাশ্যে দিবালোকে একদিন জনসম্মুখে দিতেই হবে। আমি উক্ত প্রতিবাদে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান রেখে প্রকাশিত উক্ত প্রতিবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচিছ।
প্রতিবাদকারীঃ
শামসুদ্দিন
পিতা:- মৃত কালা মিয়া
পূর্ব সিকদার পাড়া,
হ্নীলা, টেকনাফ।
#########################
Leave a Reply