শাহীনশাহ, টেকনাফ:::টেকনাফের হোয়াইক্যং মডেল ইউপির সদস্য, সাংবাদিক এবং সমাজ সেবক মোস্তফা কামাল চৌধুরী গুরুতর অসুস্থ। সুস্থতার জন্য দোয়া তিনি সবার আন্তরীক দোয়া কামনা করেছেন। জানা যায়, গত ২৩ জুলাই কক্সবাজার হোটেল প্যানোয়ায় হঠাৎ অজ্ঞান হয়ে গেলে তাকে কক্সবাজার আল-ফুয়াদ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে হার্টের সমাস্যা গুরুতর হওয়ায় তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে প্রেরণ করে। তার রোগ মুক্তির জন্য তিনি পাঠক ও সর্বস্তরের সকল জন সাধারণের দোয়া কামনা করেছেন। উল্লেখ্য তিনি টেকনফ উপজেলা আওয়ামীলীগ নেতা ফিরোজ আহমদ চৌধুরী ছোট ভাই।