শাহীনশাহ,টেকনাফ। হোয়াইক্যং বিওপির মামলা হামলার ভয়ে স্থানীয় জেলেরা নাফ নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছে। জানা যায়,গত কয়েকদিন পূর্বে হোয়াইক্যং বিওপির টহলের কাজে ব্যবহৃত একটি নৌকা হারিয়ে গেলে হোয়াইক্যং বিওপির নির্দেশে টহল দল স্থানীয় জেলেদেরকে মারধর গালমন্দ করে নাফ নদীতে মাছ ধরতে নিষেধ করে দিয়েছে।জীবিকা নির্বাহের তাগিদে সাহাব উদ্দিন, মো:হোছন,ফরিদ আলম,সৈয়দহোছন,গোলাম আকবর,নূরুল ইসলাম সহ আরো একাধিক জেলে নিত্যদিনের মত মাছ আহরনে নদীতে গেলে বিজিবি সদস্যরা মারধর করে উপকূলে তুলে দিয়ে বলেন, যতদিন পর্যন্ত নৌকা না এনে দিবে ততদিন পর্যন্ত নদীতে নামতে দিবেনা বলে অভিযোগ করেন। স্থানীয় জন প্রতিনিধি মোস্তফা কামাল চেীধুরী বলেন,নেীকা কে বা কারা নিয়ে গেছে তার দায়ভার স্থানীয় জেলেরা বহন করতে পারেনা। হোয়াইক্যং,উলুবনিয়া, খারাইংঘাগোনা গ্রামের শতাধিক জেলে পরিবার অনাহরে রয়েছে বলে জেলেদের অভিযোগ।তারা আরো বলেন, নাফ নদীতে পাহারাদার বিহীন নেীকাটা মিয়নামারের লোকেরা বাংলাদেশ সীমান্তে এসে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশী।এব্যাপারে হোয়াইক্যং বিওপিরকোম্পানি কমান্ডার ফজলুর রহমানের সাথেযোগাযোগ করা হলে তিনি সব ভূয়া, তবেনৌকা হারিয়েছে বলে জানান।
Leave a Reply